পিরোজপুরে সূর্যমুখী চাষে ঝুঁকছেন কৃষকরা
- আপডেট সময় : ০৬:২৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
- / ১৭০২ বার পড়া হয়েছে
পিরোজপুরের নাজিরপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে দেখা যাচ্ছে দিগন্ত জোড়া বিস্তৃত সবুজ মাঠে সূর্যমুখী ফুল যেন হলুদ চাদও বিছিয়ে তাকিয়ে আছে সূর্যের দিকে। কৃষকের হাতের ছোঁয়ায় নয়নাভিরাম এ ফুলে চাষের দৃশ্য প্রকৃতি প্রেমিরা বিমোহিত। ফলন ভালো হওয়ায় ও লাভজনক হওয়ায় এ অঞ্চলের কৃষকরা ঝুঁকছেন এই তেলবীজ ফসলের দিকে।
চৈত্রের প্রকট রোদে জ্বল জ্বল করছে নাজিরপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষি জমিতে ফলানো সূর্যমূখী । ধানসহ কৃষির বিস্তৃর্ন জমিতে এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সূর্যমুখী ফুল। তার আপন মহিমায় সৌন্দর্যের বিকাশ ছড়িয়ে মানব মনকে রঙ্গিন বর্ন ছটায় যেমন রাঙ্গিয়ে তোলে, ঠিক তার উল্টো দিকেও রয়েছে এ ফুলের তৈল রন্ধন শিল্পের ব্যপক গুনাগুন। প্রতি বিঘা জমিতে ১০ থেকে ১২ হাজার টাকা খরচে তেলবীজ ফসল সূর্যমুখী ফুল আবাদ করে কৃষকরা মাত্র চার মাসে ঘরে তুলতে পারবে দিগুণ টাকা।
এ অঞ্চলের হাজার হাজার বিঘা পতিত জমিতে চলতি রবি মৌসুমে সূর্যমুখী ফুলের আবাদ করে কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। কৃষি বিভাগ বিনামূল্যে ফুলের বীজ, প্রনোদনা ও ফুল চাষে পরামর্শ দেয়ায় কৃষকরা অধিক ফলন ফলাতে পারছে। নাজিরপুর উপজেলায় সূর্যমুখীর আবাদ হয়েছে ৭৫ হেক্টর জমিতে যা গত বছরের প্রায় দিগুণ। এর আবাদ বৃদ্ধিও জন্য সরকার থেকে কৃষকদের মধ্যে বিভিন্ন ধরনের কৃষি প্রনোদনা দেয়া হয়। নাজিরপুরে চলতি বছরের জানুয়ারী মাসে ‘হাইসান ৩৩’ জাতের এ সূর্যমুখীর চাষ শুরু হয় ।