সিলেটে বজ্রপাতে ১০ কৃষকের মৃত্যু
- আপডেট সময় : ০৮:০২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
- / ১৭২১ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় পৃথক বজ্রপাতে ছয় কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া মৌলভীবাজার ও সিলেটে মৃত্যু হয়েছে দুই যুবকের।
সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে হাওরে ধান কাটার সময় এসব বজ্রপাতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল থেকেই বৃষ্টির কারণে আবহাওয়া খারাপ ছিল। হাওরে পাকা ধান থাকায় সবাই ধান কাটায় ব্যস্ত হয়ে ওঠেন। পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ জানান, সকাল ১০টার পর থেকে দমকা বাতাসের সঙ্গে বজ্রবৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিন উপজেলার হাওরে থাকা ওই কৃষকদের মৃত্যু হয়।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিলকপুর গ্রামের গিরিন্দ্র শব্দকরের ছেলে শম শব্দকর সকাল ১০টার দিকে মাঠ থেকে গরু আনতে যান। তখন বজ্রপাতে গরুসহ তার মৃত্যু হয়। এদিকে শ্রীমঙ্গল উপজেলার লালবাগ এলাকার রিয়াজ উদ্দিন হাইল হাওরে ধান কাটতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিলেটের দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে বজ্রপাতে মহিলাসহ দু’জন নিহত হয়েছে। দুপুরে জমিতে ধানকাটার সময় বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার মোহাম্মদপুর গ্রামের আনছার আলী বজ্রপাতে মারা যান। এদিকে বজ্রপাতে দক্ষিণ সুরমার জালালপুরে বাড়ির সামনে এক নারী মারা যান।
নেত্রকোনার দুর্গাপুরে জমির ধান কাটার সময় বজ্রপাতে রবিকুল হাসান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আরেক কৃষক গুরুতর আহত হন। সকালে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দউষান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।