কাল সকালে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন সাহাবুদ্দিন চুপ্পু
- আপডেট সময় : ০৯:২০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
- / ১৭৫৫ বার পড়া হয়েছে
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আগামীকাল শপথ নেবেন মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। সকাল ১১টায় বঙ্গভবনের দরবার হলে বর্ণাঢ্য অনুষ্ঠানে শপথ পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ থাকবেন বিশিষ্ট অতিথিরা। এই আনুষ্ঠানিকতায়, ১০ বছরের দায়িত্ব পালন শেষে বঙ্গভবন ছাড়বেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন, ৭৩ বছর বয়সী মো. সাহাবুদ্দিন চুপ্পু। ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর পাবনা শহরের শিবরামপুরের জুবিলী ট্যাংক পাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।
২৪ এপ্রিল সোমবার বঙ্গভবনের দরবার হলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের ২১তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হবেন মো. সাহাবুদ্দিন চুপ্পু।
সকাল ১১টায় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের পরিচালনায়, নবনিযুক্ত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। শপথ গ্রহণের পরই আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করবেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু এবং বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর শপথ নথিতে স্বাক্ষর করবেন নতুন রাষ্ট্রপতি।
শপথ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনৈতিক দলের নেতা, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। উপস্থিত থাকবেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর স্ত্রী ড. রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনান রনি।
নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের মধ্যদিয়ে শেষ হবে রাষ্ট্রপতি আবদুল হামিদের অধ্যায়। এবারই প্রথম ২১তম রাষ্ট্রপতিকে দেয়া হবে বিদায় সংবর্ধনা। গার্ড অব অনার, ফুলে সজ্জিত খোলা জিপে যাত্রা, পুলিশের অশ্বারোহী দলের নৈপূণ্য প্রদর্শন, রাস্তায় ফুলের পাপড়ি ছিটানোর পাশাপাশি গাড়ির সামনে রশি বেধে বঙ্গভবনের মূল ফটকে টেনে নিয়ে যাওয়া হবে।
সেখান থেকে ভিভিআইপি মটর শোভাযাত্রাসহ জমকালো আয়োজনে ১০ বছর বঙ্গভবনের অবস্থান থেকে বিদায় নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।