সাভারে ধসে পড়া রানা প্লাজা ট্রাজেডির দশ বছর আজ
- আপডেট সময় : ০২:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- / ১৭৪৯ বার পড়া হয়েছে
সাভারে রানা প্লাজা ধসের ১০ বছর পূর্তি আজ। ২০১৩ সালের এই দিনে ধসে পড়ে বহুতল বাণিজ্যিক এই ভবন। দেশের গন্ডি ছাড়িয়ে পুরো বিশ্বকে কাঁপিয়ে দেয় রানা প্লাজা ধসের মর্মান্তিক ঘটনা। ঘটনার বিভীষিকাময় স্মৃতি আজও তাড়া করে বেঁচে থাকা শ্রমিকদের। শরীরের ক্ষত আর অভাবের পিছুটান বয়ে বেড়াচ্ছেন এক দশক ধরে। প্রতিবছর দিনটিতে আহত ও নিহতের স্বজনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা স্মৃতি বিজড়িত স্থানে ফুল দিয়ে সহানুভূতি প্রকাশ করে।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের বহুতল রানা প্লাজা ভবন ধসে হাজারো মানুষের প্রাণহানি ঘটে। সেই মৃত্যু কুপ থেকে আর যারা বেঁচে ফিরেছেন, আজও তাদের তাড়া করে সেই ভয়ংকর স্মৃতি। বেঁচে ফেরার কঠিন এই দিনের কথা মনে পড়লে এখনও আতঙ্কিত হয়ে ওঠেন তারা। নিজেদের অনুভূতির কথা এভাবেই তুলে ধরেন ক্ষতিগ্রস্থ শ্রমিকরা।
নিহত শ্রমিক পরিবারের সদস্যরাও উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন নিঃস্ব। নানা আয়োজনে দিনটি স্মরণ করছে ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবার ও বিভিন্ন শ্রমিক সংগঠন। শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পনসহ প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বিদেশীরাও এসেছে শ্রদ্ধা জানাতে। এসময় ক্ষতিগ্রস্থ শ্রমিকদের পূর্ণবাসনের দাবি জানান শ্রমিক নেতারা।
গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি বলেন, দীর্ঘ ১০ বছর পেরিয়ে গেলেও এখনো মূল দাবীগুলোই পূরণ হয়নি। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য দাবী বাস্তবায়নের দাবী জানান তিনি।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের পাশে ৯তলা বিশিষ্ট রানা প্লাজা ধসে প্রায় ১ হাজার ১৭৫ জন শ্রমিক নিহত এবং ২ হাজারেরও বেশি মানুষ আহত হন। এ ট্র্যাজেডিতে দায়ের হওয়া মামলাগুলো এখনো বিচারাধীন। ভবন মালিক সোহেল রানাসহ গার্মেন্ট মালিকরা বর্তমানে জেলখানায় রয়েছেন।