অবৈধ স্থাপনায় দখল হয়ে যাচ্ছে নেত্রকোনার ধলাই নদী
- আপডেট সময় : ০৩:১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- / ১৮১৫ বার পড়া হয়েছে
অবৈধভাবে বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের ফলে দখল হয়ে যাচ্ছে নেত্রকোনা পূর্বধলার খরস্রোতা ধলাই নদী। ময়লা-আবর্জনা ফেলে ভরাট করায় মারাত্মক ক্ষতি হচ্ছে পরিবেশ। ক্রমশ নাব্য হারিয়ে মরা খালে পরিণত হচ্ছে নদী। দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন।
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা ধলাই নদী দিয়ে চলাচল করতো বড় বড় ইঞ্জিনচালিত নৌকা। মাছ ধরে জীবিকা নির্বাহ করতো নদী পাড়ের জেলেরা।
অবৈধ দখল ও আবর্জনা ফেলায় ভরাট হয়ে নব্যাতা হারিয়ে বিলীনের পথে ধলাই নদী। নদী রক্ষায় প্রশাসনের নিকট বার বার অভিযোগ করেও সুফল মিলছে না বলে অভিযোগ স্থানীয়দের। দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। শুধু আশ্বাস নয়, ধলাই নদী দ্রুত দখলমুক্ত হবে, এমনটা প্রত্যাশা উপজেলাবাসীর।