পাঁচ সিটির নির্বাচনী এলাকা থেকে প্রচারণা সামগ্রী সরানোর নির্দেশ ইসির
- আপডেট সময় : ০৪:০০:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
পাঁচ সিটির নির্বাচনী এলাকা থেকে সব ধরনের প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন-ইসি। নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছেন।
নির্দেশনায় ইসি জানায়, গাজীপুর সিটি নির্বাচন ২৫ মে, খুলনা ও বরিশাল ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ২১ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে সেগুলো অপসারণে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা সামগ্রী থাকলে তা মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রাত ১২টার আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ খরচে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এদিকে.. চট্টগ্রাম-৮, বোয়ালখালী-চান্দগাঁও আসনের উপ-নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইসেন্সধারীদের অস্ত্র প্রদর্শন ও বহনের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন-ইসি। এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবেন জেলা প্রশাসক।
ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, বৈধ অস্ত্রের প্রদর্শন ও বহনের ওপর নিষেধাজ্ঞা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আজ ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত লাইসেন্সধারীরাও যেন অস্ত্রসহ চলাচল না করেন সেজন্য সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ইতোমধ্যে মাঠে রেব, পুলিশ ও বিজিবি মাঠে অবস্থান নিয়েছে। নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে নিয়োজিত রয়েছে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। ২৭ এপ্রিল চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন।