বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট শুরু ২১ মে : ধর্ম প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
এ বছর হজ নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। সকালে সচিবালয়ে ‘ই-হজ মোবাইল অ্যাপ’ উদ্বোধনীতে তিনি বলেন, কোটা পূরণ না হলেও প্যাকেজের খরচ কমানো সম্ভব নয়। তবে এবার সাড়ে তিন হাজারের মতো হজযাত্রীর কোটা খালি থাকছে। ২১ মে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট শুরু হবে বলেও জানান ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী।
চাঁদ দেখা সাপেক্ষে এ বছরের ২৭ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনে যাওয়ার কথা ছিলো। তবে সে কোটা পূরণ হয়নি বলে জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সচিবালয়ে ‘ই-হজ মোবাইল অ্যাপ’ উদ্বোধন করে এ কথা জানান তিনি।
অনুষ্ঠানে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি বলেন বেসরকারি কোটায় এক লাখ ১২ হাজার ১৯৮ জনের জায়গায় নিবন্ধন করেছেনএক লাখ ১০ হাজার নিবন্ধিত হয়েছেন। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, সাড়ে তিন হাজারের মতো হজযাত্রীর কোটা খালি রেখেই ফ্লাইট শুরু হচ্ছে ২১ মে। কোটা ফেরত দেয়া হলেও তা আগামী হজে প্রভাব ফেলবে না বলেও জানান প্রতিমন্ত্রী।