নারায়ণগঞ্জে অপহরণের পর নৃশংস ৭ খুনের ৯ বছর আজ
- আপডেট সময় : ০১:১৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
- / ১৬১৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের নৃশংসতার ৯ বছর আজ। এ ঘটনা শুধু নারায়ণগঞ্জবাসীকেই নয় পুরো বিশ্ববাসীকেও নাড়া দিলেও এখনো দণ্ডপ্রাপ্তরা ফাঁসি কার্যকর হয়নি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এলিট ফোর্স রেব সদস্যদের সম্পৃক্ততায় নারায়ণগঞ্জের ইতিহাসে তো বটেই দেশের ইতিহাসেও ন্যক্কারজনক ঘটনার একটিতে পরিণত হয় সেভেন মার্ডার কাণ্ড। নিম্ন আদালতের পরে হাইকোর্টেও দ্রুত রায় ঘোষণা করা হলেও আপিল বিভাগে রায় নিষ্পত্তিতে ধীরগতির অভিযোগ করেছেন নিহতের স্বজনরা
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবি চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করে রেব। অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদীর বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় এক এক করে ৭ জনের মরদেহ ভেসে উঠে।
পরবর্তীতে সময় অনেক গড়িয়েছে। নিম্ন আদালতের পরে হাইকোর্টেও দ্রুত রায় ঘোষণা করা হয়। নিহতদের স্বজনদের আশা, নিম্ন আদালতের রায় যেন উচ্চ আদালতে বহাল থাকে। রায়টি দ্রুত নিষ্পত্তি করে মৃত্যুদণ্ড কার্যকর করলে নিহতদের আত্বার শান্তি পাবে এমনটাই দাবি তাদের।
বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি অপেক্ষায় রয়েছে।
দন্ডপ্রাপ্ত আসামিরা অর্থ এবং প্রভাবশালী হওয়ায় উচ্চ আদালতে রায়টি পিছিয়ে রাখার চেষ্টা করছে বলে জানান বাদী পক্ষের এই আইনজীবি।