বরিশালে ইভিএম’র পরিবর্তে ব্যালট এবং সেনাবাহিনী মোতায়েনের দাবি জাতীয় পার্টির মেয়র প্রার্থীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
- / ১৭০৭ বার পড়া হয়েছে
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ইভিএম’র পরিবর্তে ব্যালট পেপারে গ্রহণ এবং সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।
সকালে বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই দাবি জানান। বলেন, ইভিএমে অভ্যস্ত না থাকায় এবং ধীরগতির কারণে অনেক বয়স্ক ভোটার ভোট না দিয়ে ফিরে যান। ইভিমএম দুর্বল যন্ত্র অভিহিত করে তিনরি বলেন, ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেইল নেই, ফলে কমিশন ভোটের যে ফলাফল ঘোষণা করবে তাই চূড়ান্ত। সেনাবাহিনীর উপর আস্থা রয়েছে মানুষের। তাই ভোটারদের ভীতি দূর করা এবং যে অরাজক পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মোতায়েনের দাবি জানান তিনি।