স্বতন্ত্র প্রার্থী বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল
- আপডেট সময় : ০১:২৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে মেয়র পদে তার মা জায়েদা খাতুনের মনোনয়ন বৈধ বলেও ঘোষণা করা হয়েছে।
সকালে রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন। মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিলের কারণ হিসেবে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, একটি গার্মেন্ট কারখানার ঋণের গ্যারান্টার ছিলেন জাহাঙ্গীর আলম। ওই প্রতিষ্ঠানটি ঋণ খেলাপি হওয়ার কারণে গ্যারান্টার হিসেবে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্রটি বাতিল করা হয়। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২৭ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান।