ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ৭ ক্রিকেটার
- আপডেট সময় : ০১:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড গেল বাংলাদেশ দলের দ্বিতীয় বহর। সকাল সোয়া দশটায় দ্বিতীয় দফায় ঢাকা ছাড়েন তামিম-মুশফিকসহ সাত ক্রিকেটার ও চার সাপোর্টিং স্টাফ। এর আগে, রোববার দিবাগত রাতে ঢাকা ছাড়েন পাঁচ ক্রিকেটার। দেশ ছাড়ার আগে ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা টাইগারদের।
দ্বিতীয়বার জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ইংল্যান্ড সফর রনি তালুকদারের। তাই চোখে মুখে উচ্ছ্বাস। আয়ারল্যান্ডে বিপক্ষে সিরিজ খেলতে দ্বিতীয় দফায় ইংল্যান্ড যেতে বিমান বন্দরেও এলেন সবার আগে।
সঙ্গী আরও ছয় ক্রিকেটার, তামিম, মুশফিক, মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ও শরিফুল ইসলাম। বছরের প্রথম বিদেশ সফরকে স্মরণীয় করে রাখতে চান ক্রিকেটাররা।
ভালো খেলার প্রত্যাশা প্রথম বহরে ইংল্যান্ডে যাওয়া ইয়াসির আলীরও। তবে, কন্ডিশন বিবেচনায় আইরিশদের এগিয়ে রাখছেন রাব্বি।তাসকিনের অনুপস্থিতিকে অন্যদের জন্য বড় সুযোগ বলছেন তিনি।
ইয়াসির আলীর সঙ্গে প্রথম বহরে ঢাকা ছাড়েন ইবাদত, নাজুমল শান্ত, তাওহিদ হৃদয়, মৃত্যুঞ্জয় চৌধুরী ও হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ৩ ও ৪ মে দলের সাথে যোগ দেবার কথা সাকিব, লিটন ও মোস্তাফিজুর রহমানের। চেমসফোর্ডে ৯ মের ম্যাচ দিয়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।