সিটি নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তে অটল বিএনপির হাইকমান্ড
- আপডেট সময় : ০২:৫৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার দলীয় সিদ্ধান্ত রয়েছে বিএনপির। তবে খুলনা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলের তৃণমূলে নির্বাচনমুখী নেতাকর্মীদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। দলীয়ভাবে প্রার্থিতার সুযোগ না থাকায় স্বতন্ত্র পরিচয়ে মনোনয়নপত্র সংগ্রহ করছেন ছোট নেতারা। আর বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বলছেন, সরকারবিরোধী আন্দোলন চলমান থাকায় নির্বাচনে অংশ নেবেন না তারা।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশন নির্বাচন। মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ায় এরই মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
খুলনা সিটি নির্বাচনে কাউন্সিলর পদে স্বতন্ত্র পরিচয়ে মনোনয়নপত্র সংগ্রহকারীদের অনেকে একসময় বিএনপি রাজনীতিতে জড়িত ছিলেন কিংবা এখনো আছেন। নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা বলছেন, ভোটাররা নির্ভয়ে ভোট দেয়ার সুযোগ পেলে সামনের সব নির্বাচন হবে নেগেটিভ ভোটে। তাই সরকার পক্ষের জেতার যেমন ন্যূনতম সম্ভাবনা নেই, তেমনি কারচুপি হলে সরকার পক্ষ আরো বিপদে পড়বে। আসন্ন সিটি নির্বাচনকে তাই সরকারের জন্য শাখের করাত হিসেবে দেখছেন তারা।
এদিকে আবার বিএনপি’র দলীয় বড় পদে যারা আছেন এবং বারবার নির্বাচিত হয়েছেন, তারা এবার কেউ নির্বাচনে অংশ নিচ্ছেন না। তারা বলছেন, এ মুহূর্তে সরকারের পতন ঘটানোই বেশি জরুরি।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক জানান, বিএনপি দলীয়ভাবে এই সরকারের অধীনে কোন নির্বাচনে যাচ্ছে না। কেউ দলের পদ-পদবী ব্যবহার করে প্রার্থী হলে বা প্রচারণা চালালে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে।
এবারের সিটি নির্বাচনে নগরীর ৩১টি ওয়ার্ডে ভোটারের সংখ্যা ৫ লাখ সাড়ে ৩৫ হাজার।