দেশকে ধ্বংস করার জন্য দুই-তিনটি রাজনৈতিক দল খুব চেষ্টা করছে : আইনমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশকে ধ্বংস করার জন্য দুই-তিনটি রাজনৈতিক দল খুব চেষ্টা করছে। সেসব ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। তাদের ষড়যন্ত্র বাংলাদেশের মানুষই প্রতিহত করে ছিন্নভিন্ন করবে।
দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী প্রচারণার পথসভায় শোনলোইঘর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কথা বলেন তিনি। এসময় আইনমন্ত্রী আরো বলেন, দেশের মানুষের টাকায় পদ্মা সেতু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনকে ঘর দিচ্ছেন, তাই সবাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়ার পৌরমেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনসহ আরো অনেকে।