জুনের মধ্যে উত্তরাঞ্চলের ১১ জেলার শিল্প কলকারখানায় গ্যাস সংযোগ
- আপডেট সময় : ০৫:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- / ১৬২৩ বার পড়া হয়েছে
জুনের মধ্যে নীলফামারীর উত্তরা ইপিজেড সহ উত্তরাঞ্চলের ১১ জেলার শিল্প কলকারখানায় গ্যাস সংযোগ দেয়া সম্ভব হবে বলে জানিয়েছে জিটিসিএল কর্তৃপক্ষ। বগুড়া-রংপুর-সৈয়দপুর’ গ্যাস সঞ্চালন পাইপ লাইন প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নীলফামারীতে দ্রুত এগিয়ে চলছে গ্যাস সঞ্চালনে পাইপলাইন স্থাপন কাজ। গ্যাস সংযোগের ফলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে উঠবে উত্তরের জেলাগুলো।
২০১৮ সালে ১ হাজার ৩৭৮কোটি ৫৫লাখ টাকা ব্যয়ে ‘বগুড়া-রংপুর-সৈয়দপুর’ গ্যাস সঞ্চালন পাইপ লাইন প্রকল্পের অনুমোদন দেয়া হয় একনেকে। ৩০ ইঞ্চি ব্যাসের ১৫০কিলোমিটার পাইপ লাইন প্রকল্পটি নীলফামারীর উত্তরা ইপিজেড পর্যন্ত বাস্তবায়ন করছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড।
প্রকল্পের আওতায় ছয়টি নদী ও দুটি ক্যানেল অতিক্রম কাজের মধ্যে পাঁচটির ইপিসি ভিত্তিতে এইচডিডি পদ্ধতিতে খনন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এছাড়া সিজিএস ও টিবিএস স্থাপন কাজ শেষ হলে নীলফামারীসহ উত্তরাঞ্চলের এগারটি জেলার শিল্প কলকারখানায় গ্যাস সরবরাহ করা সম্ভব হবে আগামী জুনের মধ্যে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত গ্যাস সংযোগ পেলে নীলফামারী শিল্পাঞ্চল জেলা হিসেবে পরিনত হবে এমনটা মনে করছেন ব্যবসায়ী নেতারা।
উত্তরা ইপিজেডের শীর্ষ কর্মকর্তা বলছেন, ইপিজেডে গ্যাস সরবরাহে শিল্পকারখানায় বিনিয়োগে উৎসাহ বাড়ার পাশাপাশি উৎপাদন খরচও কমবে।