বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন ভারতের হাইকমিশনার
- আপডেট সময় : ০৭:১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা । তিনি বলেন, সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিধিনিষেধে শিথিলতা আনতে হবে। আর ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রত্যাশিত মাত্রায় বৃদ্ধি করতে, স্থল, নদী ও সমুদ্র বন্দরে কনটেইনার টার্মিনালের সক্ষমতা বাড়ানো জরুরী বলে মনে করেন বিশিষ্টজনরা। রাজধানীর বাংলামটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা।
বিশ্বসাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয় কর্তৃক আয়োজিত ভারত ও বাংলাদেশে মধ্যকার মাল্টিমোডাল সংযোগ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। এতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, সিপিডির ফেলো গবেষক ড মোস্তাফিজুর রহমানসহ উপস্থিত ছিলেন বিশিষ্টজনরা।
চট্টগ্রাম বন্দরে পন্য খালাসে সময় কমানো, মহাসড়কে পণ্য পরিবহনের গতি এবং লজিস্টিক সেবার মান বৃদ্ধি করা গেলে রপ্তানি ১৯ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব বলে মনে করেন বিশিষ্টজনরা।
বাংলাদেশ-ভারতের অংশীদারিত্ব নিশ্চিত করতে দু’দেশের সরকার ও অংশীজনদের সর্বোচ্চ তৎপরতা প্রয়োজনীয়তা রয়েছে বলেও জানান তারা।