অসুস্থ খালেদা জিয়াকে সরকার আবার কারাগারে পাঠাতে চায় : ফখরুল
- আপডেট সময় : ০৭:১৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- / ১৬৫১ বার পড়া হয়েছে
বিএনপি’র চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়াকে সরকার আবার কারাগারে পাঠাতে চায় বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে ডিজিটাল নিরাপত্তা আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
ধারাবাহিক বৈঠকের অংশ হিসাবে রাজধানীর গুলশান দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সাথে বৈঠক করে বিএনপির লিয়াঁজো কমিটি।
দু’ঘন্টার বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যুগপৎভাবে সরকার পতন আন্দোলন শক্তিশালী করা হবে।
একই স্থানে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে নেয়া সিদ্ধান্ত তুলে ধরেন।
তিনি অভিযোগ করেন, হাসপাতাল চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অপপ্রচার করছে। আওয়ামী লীগ।
প্রস্তাবিত ‘অত্যাবশ্যকীয় পরিষেবা বিল ২০২৩’ সমালোচনা করে, বি এনপি মহাসচিব বলেন, এই আইন শ্রমজীবী মানুষের দাবী আদায়ের অধিকার কেড়ে নেবে।
ক্ষমতার মেয়াদ বাড়াতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।