যানজটের রাজধানী ঢাকা আবার ফিরে এসেছে পুরনো রূপে

- আপডেট সময় : ০৭:২৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
যানজটের রাজধানী ঢাকা আবার ফিরে এসেছে পুরনো রূপে। যানজটে ভোগান্তিতে পড়েছে এসএসসি পরীক্ষার্থীসহ কর্মজীবী রাজধানীবাসী। বিশেষ করে আগারগাঁও, রামপুরা, বাড্ডা, মগবাজার, মালিবাগ, শান্তিনগর, উত্তরা, মহাখালী জাহাঙ্গীর গেটসহ ঢাকার বিভিন্ন এলাকায় প্রচণ্ড যানজট দেখা দেয়
এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে, সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ছিল প্রচণ্ড যানজট। ফলে পরীক্ষার্থী ও অফিসগামী যাত্রীদের পড়তে হয় সীমাহীন ভোগান্তিতে।
পরীক্ষার্থীরা জানান, যানজটের কারণে তাদের দুই থেকে তিন ঘন্টা আগে বাসা থেকে বের হওয়ায় প্রচুর সময় অপচয় হচ্ছে, যার প্রভাব পড়ছে পরীক্ষায়।
যানজটের কারণে পরিবহন চালকদের একই জায়গায় বসে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এতে বাড়ছে জ্বালানি খরচ ও পরিবেশ দূষণ।
সড়কে কর্মরত ট্রাফিক সার্জেন্টরা জানান, ঈদের ছুটিশেষে রাজধানীতে কর্মব্যস্ত মানুষের আগমন বেড়েছে। পাশাপাশি এসএসসি পরীক্ষার কারণেও গাড়ীর বাড়তি চাপ রয়েছে।
শিগগিরই যানজট থেকে নগরবাসীর মুক্তি নেই বলেও জানায় ট্রাফিক বিভাগ।