নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে বঙ্গভবনের সকল কর্মকর্তা ও কর্মচারীকে নির্দেশ রাষ্ট্রপতির
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ১৮৩৭ বার পড়া হয়েছে
দায়িত্ব পালনের প্রতিটি স্তরে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বঙ্গভবনের সকল কর্মকর্তা ও কর্মচারীকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
দুপুরে বঙ্গভবনের দরবার হলে, বঙ্গভবনের সকল সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই নির্দেশনা দেন। দায়িত্ব গ্রহণের পর এটাই রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারিদের সঙ্গে প্রথম শুভেচ্ছা বিনিময়। এসময় বঙ্গবন্ধুর আদর্শে স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। সুনাম অক্ষুর্ণ রাখার পাশাপাশি বঙ্গভবনের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে সচেষ্ট থাকার নির্দেশও দেন রাষ্ট্রপতি। সরকারি কাজের পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সার্বক্ষণিক প্রয়াস চালাবেন, সবার প্রতি নিজের এই প্রত্যাশার কথাও জানান রাষ্ট্রপতি।