সাতক্ষীরায় গাছ থেকে পাকা আম পাড়া শুরু
- আপডেট সময় : ০৫:৫৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
- / ১৭২২ বার পড়া হয়েছে
প্রশাসনের বেধে দেয়া সময় অনুযায়ী আজ থেকে সাতক্ষীরায় শুরু হয়েছে গাছ থেকে আম সংগ্রহ। আবহাওয়া আর মাটির গুণাগুণে দেশের অন্য জেলার তুলনায় সাতক্ষীরার আম আগেই পাকে। তবে আম চাষিরা বলছেন, আম সংগ্রহের সময় নির্ধারণে কিছুটা বিলম্বিত হওয়ায় জেলার বাইরে থেকে ব্যাপারি না আসায় আমের দাম কম। ফলে আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন বাগান মালিক ও চাষিরা। বড় কোনও প্রাকৃতিক দুর্যোগ না হলে দেশের চাহিদা মিটিয়ে এ বছর ২০০ টন আম বিদেশে রপ্তানির করা হবে।
সাতক্ষীরার আমের কদর বিশ্বজুড়ে। জেলায় চার হাজার ১১৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। সাতক্ষীরার আমের সুনাম ইউরোপ পর্যন্ত। প্রতিবছর এ জেলা থেকে উল্লেখ্যযোগ্য পরিমাণ আম ইউরোপে রপ্তানি করা হয়। এ বছর ২শ’ টন আম বিদেশে রপ্তানির লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ইতালি, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, ইংল্যান্ডে রপ্তানি হবে সাতক্ষীরার আম। তবে ক্যালেন্ডার অনুযায়ী এক সপ্তাহ এগিয়ে ১২মে এর পরিবর্তে ৫মে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোপালখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম সংগ্রহের নতুন তারিখ নির্ধারণ করা হয়। আর দিন অপরিবর্তিত রেখে ২৫ মে হিমসাগর, ১ জুন ল্যাংড়া এবং আম্রপালি সংগ্রহের দিন নির্ধারণ করা হয়েছে ১৫ জুন। এবছর সময় পরিবর্তনে বাইরে জেলা থেকে বেপারীদের আসা নিয়ে দুশ্চিন্তায় সাতক্ষীরার আম ব্যবসায়ীরা।
জেলায় আমের বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য নিয়ে শঙ্কিত চাষীরা, জানালেন ব্যবসায়ীরা। এবছর ২’শ মেট্রিকটন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানায় কৃষি বিভাগ বিষমুক্ত ও ভাল আম বাজারজাতের লক্ষ্যে আম সংগ্রহের দিন নির্ধারণ করা হয়েছে, জানালেন জেলা প্রশাসক। চলতি বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৫’শ মেট্রিক টন। নির্ধারিত সময়ে আম সংগ্রহ করা হলে বিদেশে মাটিতে বরাবরের মত আমের সুনাম ধরে রাখা সম্ভব।