কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী আজ
- আপডেট সময় : ১২:১৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ১৭১৯ বার পড়া হয়েছে
আজ পঁচিশে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী। ১৮৬১ সালের এদিনে কলকাতার জোড়াসাঁকোয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। দিবসটি উদযাপনে ঢাকায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সংস্থার পক্ষ থেকে আজ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির চেতনা ও মননের প্রধান প্রতিভূ। বাংলা সাহিত্যের প্রায় সব শাখায় তিনি সগৌরবে বিচরণ করেছেন এবং রেখেছেন স্বাতন্ত্র্য অবদান। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির চেতনা ও মননের প্রধান প্রতিনিধি। তার জীবনাদর্শ ও সৃষ্টিকর্ম শোষণ-বঞ্চনামুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে চিরদিন বাঙালিকে অনুপ্রাণিত করবে। শাশ্বত বাংলার মানুষের দুঃখ-কষ্ট, আনন্দ-বেদনার সব অনুভব বিশ্বস্ততার সঙ্গে উঠে এসেছে রবীন্দ্রসাহিত্যে।
এদিকে..রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের কাচাড়িবাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপ জন্মজয়ন্তী উৎসব।
সকালে উৎসব উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। পরে কাচাড়িবাড়ি মিলনায়তনে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা। এছাড়া জেলা-উপজেলার বিভিন্ন সংগঠনের শিল্পীরা দলীয় সংগীত, নৃত্য, কবিতা আবৃতি, প্রবন্ধ পাঠ, জীবনীভিত্তিক আলোচনাসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। পরে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়।