নকল খাদ্যদ্রব্য তৈরির অপরাধে ডেমরায় কারখানা সিলগালা করে দিয়েছে বিএসটিআই
- আপডেট সময় : ০৭:২০:১২ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ১৬৭২ বার পড়া হয়েছে
নকল শিশুখাদ্য, পুডিং ও জুস তৈরির অপরাধে রাজধানীর ডেমরায় একটি কারখানা সিলগালা করে দিয়েছে বিএসটিআই। একইসঙ্গে ধ্বংস করা হয়েছে প্রতিষ্ঠানটির উৎপাদিত ভেজাল সব পণ্য। যদিও, বিএসটিআইর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষ।
রাজধানীর ডেমরারয় আল-ফালাক ফুড অ্যান্ড বেভারেজ নামের এই প্রতিষ্ঠানটিতে নকল শিশুখাদ্য, উৎপাদন করা হয় এমন তথ্যে অভিযান চালায় বিএসটিআই।
বিএসটিআই’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আল-ফালাক’র মালিক ও শ্রমিকরা।
পরে গেট ভেঙে ভেতরে ঢুকে দেখা মিলে শিশু খাদ্য থেকে শুরু করে বিভিন্ন প্রকার ড্রিংস। যেগুলো দেখতে হুবহু নামি কোম্পানির পণ্যের মতো।
ফুডগ্রেডহীন শরীরের জন্য ক্ষতিকর রং ব্যবহার করে কোয়ালিটিফুল ফ্রুটি, আইস ললি, ড্রিংকু, ফ্রুটু, পুডিং ম্যাঙ্গো, পুডিং লিচু, অরেঞ্জ ও পাইনাপেল ড্রিংক্স নামে মোট ২৮ প্রকার পণ্য উৎপাদন করে আসছিলো কোম্পানিটি।
বিএসটিআই কর্তৃপক্ষ জানান,কোন ধরনের অনুমোদন নেই কোম্পানিটির।
ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় জরিমানা করতে পারেনি বিএসটিআই। তবে সিলগালা করে দেয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে। সেই সাথে ধ্বংস করা হয় উৎপাদিত সব নকল ও ভেজাল পণ্য।