অস্ত্র আইনে দায়ের করা মামলায় আরাভ খানের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

- আপডেট সময় : ০১:১৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ১৬১৩ বার পড়া হয়েছে
অস্ত্র আইনে দায়ের করা মামলায় রবিউল ইসলাম ওরফে আরাভ খানের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারদণ্ড দেয়া হয়েছে।
ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ ও মেট্রো বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মুর্শিদ আহাম্মদের আদালত এ রায় ঘোষণা করেন। ৭ মে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ রায়ের তারিখ ধার্য ছিল। আরাভ খান পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী ছিল না।
গত ২৮ মার্চ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। জানা যায়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি আরাভ খান তার শ্বশুর সেকেন্দার আলীকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে মগবাজারের বাসায় যান। পরে গুলি ভর্তি পিস্তলসহ ওই বাসার সামনে থেকে গ্রেপ্তার হন তিনি। এ ঘটনায় ওইদিনই আরাভের বিরুদ্ধে রমনা থানায় অস্ত্র আইনে মামলা করেন ডিবি পশ্চিমের তৎকালীন উপ-পরিদর্শক সুজন কুমার কুণ্ডু। ওই মামলায় ২০১৮ সালের ১৪ মার্চ জামিন পান আরাভ। পরে জামিনে গিয়ে পলাতক থাকায় ২০১৮ সালের ২৪ অক্টোবর আরাভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।