বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার
- আপডেট সময় : ০৫:১৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ১৬৩০ বার পড়া হয়েছে
সিটি কর্পোরেশন নির্বাচনে পরীক্ষামূলকভাবে হলেও বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। খুলনা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় পরিদর্শন ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এদিকে, বরিশালে জেলা প্রশাসন কর্মকর্তাদের সাথে প্রস্তুতিমূলক সভায় অপর নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেছেন, ইভিএম হচ্ছে নির্বাচনে স্বচ্ছতার প্রতীক।
সকালে খুলনা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় পরিদর্শন ও মতবিনিময় করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।এসময় তিনি বলেন, নির্বাচন কমিশন চায় প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয় সে ব্যাপারে কমিশন কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচনের দিন ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হবে বলেও জানান তিনি ।
দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব (অব.) বলেছেন, ইভিএমের বিষয়ে ভোটারদের কোন অভিযোগ নেই।
সব দলের অংশগ্রহনে নির্বাচন উপহার দেয়ার জন্য কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি।