চলতি বছরই নগর পরিবহনে যুক্ত হবে ১০০টি ইলেকট্রিক বাস : তাপস

- আপডেট সময় : ০৭:১৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ১৮৯৫ বার পড়া হয়েছে
ইলেকট্রিক গণপরিবহনের যুগে প্রবেশ করতে যাচ্ছে রাজধানী ঢাকা। চলতি বছরই নগর পরিবহনে ১০০টি ইলেকট্রিক বাস যুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আর উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। বাসরুট রেশনালাইজেশন কমিটির সভায় এসব কথা বলেন তারা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে অনুষ্ঠিত হয় বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৭তম সভা।
এতে অংশ নেন ঢাকার দুই মেয়র সহ রেশনালাইজেশন কমিটির সব সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভা শেষে ঢাকার দক্ষিণ সিটি মেয়র জানান, ঢাকা শহরকে পরিবেশবান্ধব নগরে পরিণত করতে, চলতি বছরে আসছে ১০০টি ইলেকট্রিক বাস।
আর নগর পরিবহনে যাত্রী সেবার মান অক্ষুণ্ণ রাখা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করার কথা জানান উত্তরের মেয়র। বাস রুট রেশনালাইজেশনের ফলে এরই মধ্যে নগর পরিবহন বীরদর্পে এগিয়ে চলছে বলেও জানান দুই মেয়র।