বঙ্গোসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে
- আপডেট সময় : ০১:২৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
বঙ্গোসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। সেটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ের নাম হবে ‘মোখা’। সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি হয়। মংগলবার তা সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়।
নিম্নচাপের কারণে মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপ কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ রয়েছে ঘণ্টায় ৩০ মাইলেরও কম। তবে আরও ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গে বাড়বে বাতাসের গতিবেগ। এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানান, বর্তমানে ঘূর্ণিঝড় মোখা থেকে সৃষ্টি নিম্নচাপ চট্টগ্রাম থেকে ১ হাজার ৫৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি আজ দুপুরের আগেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।