ইমরানকে সুপ্রিম কোর্টে নিয়ে আসার নির্দেশ
- আপডেট সময় : ০৫:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
ইমরান খানকে আদালতে নিয়ে আসার নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের। পুলিশকে এর জন্য একঘণ্টা সময় দেয়া হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাকিস্তানের সময় সাড়ে চারটের মধ্যে আদালতে নিয়ে আসার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ইসলামাবাদ পুলিশের আইজি আকবর নাসির খানকে এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
এর আগে শুনানির সময় প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল জানিয়েছিলেন, ইমরানকে যেভাবে আদালত চত্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে, তা বিচারবিভাগের প্রতি ভয়ংকর অসম্মানজনক ঘটনা।
ইমরানকে গ্রেপ্তার করা নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় তার দল। বৃহস্পতিবার তার শুনানি শুরু হওয়ার পর ইমরানের আইনজীবী বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইসলামাবাদ হাইকোর্টে আগাম জামিনের মেয়াদ বাড়াবার জন্য আবেদন জানাতে এসেছিলেন। তিনি ভেরিফিকেশন পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এটা না করলে আবেদন জানাতে পারতেন না। তখন জানালা ভেঙে তাকে গ্রেপ্তার করা হয়।
বিচারপতিরা জানতে চান, কতজন নিরাপত্তারক্ষী ছিল`? আইনজীবী জবাব দেন, ৯০ থেকে একশ। তারপরই প্রধান বিচারপতি বলেন, ”নিরাপত্তারক্ষীরা কী করে আইন নিজের হাতে নিতে পারে? অনুমতি ছাড়া তারা কীভাবে আদালত থেকে ইমরানকে গ্রেপ্তার করতে পারে?”
ডয়চে ভেলে