ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোখা’
- আপডেট সময় : ০৭:২৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ১৬৮১ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় মোখা সিডরের চেয়েও শক্তিশালী হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান। তিনি বলেন, বর্তমানে সাগর খুবই উত্তাল রয়েছে। নদী ও সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় মোখা আগামীকাল সন্ধ্যার মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে জানিয়ে, আজিজুর রহমান বলেন, কক্সবাজার, বরগুনা, নোয়াখালীসহ উপকূলীয় এলাকা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
২০০৭ সালের ১৫ নভেম্বর দেশের দক্ষিণ উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় সিডর ৬ হাজার মানুষের প্রাণ কেড়ে নেয়। যদিও রেডক্রিসেন্টের হিসাবে, প্রাণহানির সংখ্যা ১০ হাজার।উত্তর ভারত মহাসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে সৃষ্ট ওই ঝড়ে বাতাসের গতিবেগ ছিল ২৬০ থেকে ৩০৫ কিলোমিটার। সিডর খুলনা ও বরিশাল এলাকায় তাণ্ডব চালায়।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’ও সিডরের মতো রুপ নিচ্ছে বলে জানায় আবহাওয়া অফিস। সংবাদ সম্মেলনে জানানো হয়, ধীরে ধীরে ভারতের উড়িষ্যা ও খুলনা উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। গভীর নিম্নচাপ কেন্দ্রে ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
শুক্রবার সকাল থেকে সন্ধ্যা নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে রুপ নিতে পারে মোখা। কক্সবাজার, বরগুনা, নোয়াখালীসহ উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক। ঘূর্ণিঝড় মোখা দু’ভাগে ভাগ হয়ে একটি অংশ কক্সবাজার দিয়ে বাংলাদেশ অতিক্রম করবে। সবচেয়ে শক্তিশালী অংশ মিয়ানমারের ওপর দিয়ে অতিক্রম করবে বলেও জানান আবহাওয়াবিদ আজিজুর রহমান।