আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন
- আপডেট সময় : ০৭:৪৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ১৭৭৭ বার পড়া হয়েছে
আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ- এনইসি। ১ হাজার ৩০৯টি উন্নয়ন প্রকল্পে এ বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনা মন্ত্রণালয়ের সভাকক্ষে এনইসি বৈঠকশেষে তিনি জানান, সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের অর্থব্যয়ে আরো বেশি সতর্ক হতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী আমলাদের অহেতুক বিদেশ ভ্রমণকেও নিরুৎসাহিত করেছেন বলেও জানান পরিকল্পনা মন্ত্রী।
আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদনে, জাতীয় অর্থনৈতিক পরিষদ- এনইসি’র বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠকশেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এবার ১ হাজার ৩০৯টি প্রকল্পে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। যেখানে আগের মতোই অগ্রাধিকার পেয়েছে বিদ্যুৎ ও যোগাযোগ খাত।
মন্ত্রী আরো জানান, সভায় প্রধানমন্ত্রী জনগণের অর্থব্যয়ে আরো বেশি সর্তকতা অবলম্বন করাসহ বিলাসী ব্যয় পরিহার এবং আমলাদের অহেতুক বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করার তাগিদ দিয়েছেন। বৈঠকে নতুন বাজার খুঁজে বের করাসহ বিদেশি বিনিয়োগ বাড়ানোর প্রতিও সরকার প্রধান জোর দিয়েছেন বলে জানান পরিকল্পনা মন্ত্রী।
চলতি অর্থবছরশেষে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক শূন্য ৩ শতাংশ, আর মাথাপিছু আয় দুই হাজার ৮০৯ মার্কিন ডলার হবে বলেও মন্তব্য করেন এম এ মান্নান।