গাজীপুর সিটি নির্বাচনে জয়ী হতে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের দ্বারে-দ্বারে প্রার্থীরা
- আপডেট সময় : ০৬:০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
নানা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের দ্বারে-দ্বারে ভোট প্রার্থনা করছেন গাজীপুর সিটি নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোর থেকে রাত পর্যন্ত চলছে প্রচারণা। নগরীর বিভিন্ন অলিগলিতে বিরাজ করছে নির্বাচনী আমেজ।
নৌকার প্রার্থী আজমত উল্লাহ খান নিজ এলাকা টঙ্গী থেকে প্রচারণা শুরু করেন। পরে গণসংযোগ করেন নগরীর বিভিন্ন ওয়ার্ডে। এসময় তিনি বলেন, নির্বাচিত হলে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করবেন।
সকালে হাতি মার্কার প্রার্থী সরকার শাহনূর ইসলাম নগরীর পূবাইল, মাঝুখান ও ভাদুন এলাকায় প্রচারণা চালান। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করেন তিনি।
জয়দেবপুর শহরের বিভিন্ন পয়েন্টে প্রচারণা চালন লাঙ্গল মার্কার প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন। নির্বাচিত হলে যানজটসহ শহরের নানা দুর্ভোগ নিরসনের প্রতিশ্রুতি দেন তিনি।
নারী ও পুরুষ কাউন্সিলর প্রার্থীরাও যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি, জয়ী হতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
ভোটাররা বলছেন– সৎ, যোগ্য ও শিক্ষিত প্রার্থীকেই ভোট দিতে চান তারা।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন হবে আগামী ২৫ মে।