চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারলে জীবনে এগিয়ে যাওয়া সম্ভব : আতিকুল ইসলাম
- আপডেট সময় : ০৯:২৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- / ১৫৮০ বার পড়া হয়েছে
একসাথে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। উত্তরা বিজিএমইএ ইউনিভার্সিটিতে চাকরি মেলায় তিনি জানান, চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারলে জীবনে এগিয়ে যাওয়া সম্ভব। এছাড়া, লেখাপড়ার মাধ্যমে সুন্দর জীবন গড়ার আহ্বান জানান আতিকুল ইসলাম।
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল বিজিএমইএ ইউনিভাসিটি ফ্যাশন এন্ড টেকনোলজির সবচেয়ে বড় চাকরির মেলা ক্যারিয়ার ফেস্ট।
উওরা বিজিএমইএ ইউনিভার্সটিতে অনুষ্ঠিত মেলার ৫০টি স্টলে ১৫ হাজার সিভি জমা দেয় শিক্ষর্থীরা।
বিকেলে, উওরা বিজিএমইএ ইউনিভার্সটি সিভি বিইউএফটির ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৩ শিরোনামে চাকরির মেলা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা উওর সিটি মেয়র ও বিইউএফটি ট্রাস্টি বোর্ডের সদস্য আতিকুল ইসলাম। তিনি বলেন, একসাথে কাজ করে এগিয়ে নিতে হবে দেশ।
বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শফিকুল ইসলাম মহিউদ্দিন জানান, চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে সবাইকে।
বিইউএফটি এলামনাই এসোসিয়েশন এ চাকরি মেলার আয়োজন করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর ড.আইয়ুব নবী খান, মোহাম্মদ নাসিরসহ অনেকেই।