সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রী হত্যার পর স্বামীর আত্মহত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- / ১৮০৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রী হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতরাতে উপজেলার চৌবাড়ী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুলের বাবা জানান, সকালে ঘুম থেকে না উঠে দরজার সামনে দাঁড়িয়ে ডাকাডাকি করা হয়। কোন সারা শব্দ না পেয়ে জানালা কেটে দেখা যায় ছেলে শয়ন কক্ষে ঝুঁলছে আর ছেলের স্ত্রী মেঝেতে পরে আছে। পরে ঘরের দরজা কেটে ছেলের মরদেহ নিচে নামানো হয়। কামারখন্দ থানার ওসি নুরনবী প্রধান জানান, দাম্পত্য কলহের জেরে শফিকুল তার স্ত্রী নূরীকে হত্যা করে নিজে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। নিহত নূরীর শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।