৬টি বাস পার্কিংয়ের জন্য অস্থায়ী গ্যারেজ নির্মাণে খরচ পৌনে এক কোটি টাকা
- আপডেট সময় : ০২:০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
মাত্র ৬টি বাস পার্কিংয়ের জন্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-রুয়েটে পৌনে এক কোটি টাকা খরচে স্টিলের অস্থায়ী গ্যারেজ নির্মাণ করা হয়েছে। তিন পাশের ইটের গাঁথুনির দেয়াল এবং ওপরে স্টিলের ছাউনির এই গ্যারেজের ডিজাইন তৈরির জন্য কনসাল্টেন্সি ফার্মকে ফি দেয়া হয়েছে আরো এক লাখ টাকা। অতি সাধারণ মানের এই গ্যারেজের নির্মাণ ব্যয় নিয়ে উঠেছে প্রশ্ন । রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন।
রুয়েটে গ্যারেজ নির্মাণে ব্যয় ধরা হয় ৮১লাখ ৯১হাজার ৩৭৮টাকা। টেন্ডার প্রক্রিয়ায় অস্থায়ী এই গ্যারেজটি নির্মাণে চুক্তিমূল্য নির্ধারণ করা হয় ৭৩ লাখ ৭২হাজার ৮০০টাকা। তবে এই ব্যয়কে স্বাভাবিক বলে দাবি করছেন রুয়েটের প্রধান প্রকৌশলী।
প্রধান প্রকৌশলী, রুয়েট
উপাচার্য, এই অভিযোগের দায় নিতে চান না। তিনি বলছেন রুটিন কাজের বাইরে কিছু করার এখতিয়ার নেই তাঁর।
দায়িত্বপ্রাপ্ত উপাচার্য, রুয়েট
সুশাসন বিশ্লেষকরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ বন্ধে উন্নয়ন কর্মকাণ্ডে সরকার সংশ্লিষ্ট দপ্তরকেও দায়িত্ব দেয়া উচিত।
দু’দফা মেয়াদ বাড়িয়ে ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর গারেজের নির্মাণকাজ সম্পন্ন হয়। তবে এর আগেই ২০২২ সালের ২৭ জুলাই ফলক উন্মোচন করে গ্যারেজটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শেখ। বিশ্ববিদ্যালয়ের ২৬টি গাড়ি রয়েছে, কিন্তু এই গ্যারেজ গাড়ি রাখা যায় মাত্র ৬টি।