সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় মোখা’র প্রভাব কেটে যাওয়ায় দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সকালে দেয়া আবহাওয়ার সর্বশেষ বার্তায় এ নির্দেশনা দেয়া হয়। আবহাওয়াবিদরা বলছেন, আগামী দু’দিনে দেশে কালবৈশাখী ঝড় এবং কয়েকদিন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড় মোখা উপকূলীয় অঞ্চলে দিক পরিবর্তন করে মায়ানমারে চলে যায়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় বাংলাদেশ। মোখা অতি দুর্বল হয়ে পড়ায় উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টি ছড়াচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গল ও বুধবার দেশের কোথাও কোথাও কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, আগামী কয়েক দিন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা