নির্বাচনে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চান জাহাঙ্গীর আলম
- আপডেট সময় : ০৫:২১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
- / ১৬২১ বার পড়া হয়েছে
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেছেন, তিনি এবং তার মা নির্বাচনে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। এদিকে প্রচার-প্রচারণা গণসংযোগ মিছিল পথসভায় জমে উঠেছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। সকাল থেকে রাত পর্যন্ত সকল প্রার্থীদের নির্ঘুম সময় পার করছেন।
গাজীপুর সিটি নির্বাচনে দলীয় প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিদিন অঞ্চলভিত্তিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সকালে আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লাহ খান গাজীপুর মহানগরীর সালনা এলাকায় গণসংযোগ করেন। যোগদেন একাধিক পথসভায়।
স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম মায়ের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন। এতে তিনি আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের বিষয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন।
জাতীয় পার্টি প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন টঙ্গী এলাকায় গণসংযোগ করেন। এলাকার উন্নয়নে অতীত অভিজ্ঞতা এবং তার কর্মকাণ্ড মূল্যায়ন করে জনগণ তাকে ভোট দেবে বলে জানান তিনি।
আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহানুর ইসলাম রনি টঙ্গীর মধুমিতা এলাকায় গণসংযোগ শুরু করন।
সিটি নির্বাচনে ৫৭ ওয়ার্ডের ৪৮০টি ভোটকেন্দ্রে ৩ হাজার ৪৯৭টি ভোটকক্ষ থাকবে। ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬।