ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক চাপায় মোটর সাইকেলের তিন আরোহী নিহত
- আপডেট সময় : ০২:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট ঘোপঘাট এলাকায় ট্রাক চাপায় মোটর সাইকেলের তিন আরোহী নিহত হয়েছে।
গতরাতে দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ জানায়, তারা বাগাট এলাকার ঘোপঘাটে পৌঁছালে প্রচন্ড ঝড়ে সড়কের পাশের একটি গাছের ডাল ভেঙ্গে মোটর সাইকেলের উপর পড়লে তারা রাস্তায় ছিটকে পড়ে। এসময় মাগুড়াগামী একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ২জন নিহত হয়। আহত অন্যজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। মধুখালী থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মাদারীপুরে গরুবোঝাই পিকআপ উল্টে চালকের মৃত্যু হয়েছে। সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার কর্ণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ জানায়, কর্ণপাড়া এলাকায় দ্রুত গতিতে থাকা পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের উপর উল্টে গেলে গুরুতর আহত হয়
চালক শাকিল। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।