বৃষ্টি কম হওয়ায় পাকার আগেই ঝড়ে পড়ছে আম, লোকশানের মুখে চাষীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
রংপুরের হাড়িভাঙ্গা আম দেশ ও বিদেশে স্বাদ ও সুগন্ধে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এর চাহিদা অনেক বেশি হওয়ায় চাষীরা অনেক বেশী যত্নবান আমের গুনাগুণ রক্ষায়। তবে এবার বৃষ্টির কম হওয়ায় পাকার আগেই ঝড়ে পড়ছে আম। এতে লোকশানে মুখে চাষীরা।
চলতি মৌসুমে রংপুর জেলায় ১ হাজার ৯’শ ৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। প্রতি হেক্টর জমিতে প্রায় ১৫ মেক্ট্রিক টন আম উৎপাদিত হয়। তবে বৃষ্টিপাত কম হওয়ায় আম আকার ছোট হয়েছে। আবার কোন কোন বাগানে আগেই ঝরে পড়ছে আম।
জুনের প্রথম সপ্তাহে রংপুরে হাড়িভাঙ্গা আম বাজারে আসবে। বেশি ফলনের জন্য আম গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।
নির্ধারিত সময়ের আগে গাছ থেকে আম পড়া বন্ধে কৃষি বিভাগের সহযোগীতা চেয়েছেন আম চাষিরা।
*অনাবৃষ্টিতে পাকার আগে ঝরে পড়ছে রংপুরের সুস্বাদু হাড়িভাঙ্গা আম/ লোকশানের মুখে চাষী