রোববার আত্মসমর্পণ করবে নিষিদ্ধ চার সংগঠনের ৩ শতাধিক সদস্য
- আপডেট সময় : ০২:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
নিষিদ্ধ ঘোষিত চারটি সংগঠনের ৩ শতাধিক সদস্য আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়ায় তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরাতে সিরাজগঞ্জে রেব-১২’র সদর দপ্তরে চলছে প্রস্তুতি। এসময় চরমপন্থী সংগঠনের সদস্যরা ২শ’ আগ্নেয়াস্ত্রও জমা দেবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২১ মে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরবে তারা। পরে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে রেব। এ খবরে স্বস্তি ফিরেছে চরমপন্থী ও সর্বহারা অধ্যুষিত দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম অঞ্চলের ৭টি জেলার মানুষের মাঝে।
চরমপন্থী সর্বহারা, কমিউনিস্ট পার্টি-এমএল, লাল পতাকা সংগঠনের নাম শুনলেই যেমনি আঁতকে ওঠে মানুষ, তেমনি এসব নিষিদ্ধ সংগঠনের সদস্যদের হাতে খুন-জখম, ডাকাতি ও লুটপাটের ফলে দেশের পশ্চিমাঞ্চলের ৭টি জেলার সাধারণ মানুষের জীবন ছিল অতিষ্ঠ। তাদের হাতে হত্যা, লাঞ্ছনা ও লুটপাটের শিকার হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি প্রতিকার না পেয়ে ভুক্তভোগী পরিবারগুলো এতদিন ভয়ে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছিলেন। এখন চরমপন্থী ও সর্বহারাদের আত্মসমর্পণের খবরে খুশি তারা।
:চরমপন্থীদের দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরানোর উদ্যোগ সফল হওয়ায় নিজেকে ধন্য মনে করছেন, এর অন্যতম সমন্বয়ক। পাশাপাশি খুশি চরমপন্থীদের স্বজনরাও।
প্রায় ৬শ’ চরমপন্থী সদস্যকে আত্মসমর্পণ করানোর টার্গেট থাকলেও আপাতত ৭টি জেলার ৩২৩ জন আত্মসমর্পণ করবে বলে জানান রেব-১২-এর অধিনায়ক।
আত্মসমর্পণের পর পুনর্বাসনে নানা ধরনের উদ্যোগ নেয়ার কথা জানিয়ে রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, দোষীদের শুধু শাস্তি নয়, অপরাধের ধরন বুঝে তাদের স্বাভাবিক জীবনে ফেরারও সুযোগ দিচ্ছে রেব।
চরমপন্থী সংগঠনগুলোর বাকি সদস্যদেরও স্বাভাবিক জীবনে ফেরাতে রেবের সহায়তা অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি আরো জানান, এই সুযোগ গ্রহণে ব্যর্থদের বিরুদ্ধে সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা চলমান থাকবে।