সিলেটে তফসিল ঘোষণার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের হয়রানি-হুমকির অভিযোগ
- আপডেট সময় : ০৩:০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
- / ১৭২৩ বার পড়া হয়েছে
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশগ্রহণ অনিশ্চিত। তারপরও তফসিল ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীদের হয়রানি, হুমকির অভিযোগ ওঠেছে। মামলা কিংবা পরোয়ানা না থাকলেও বাড়ি বাড়ি তল্লাশি আর গ্রেফতারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিজ বাড়িতে না থেকে রাতে পালিয়ে বেড়াচ্ছেন নেতাকর্মীরা। তবে পুলিশ বলছে, যাদের বিরুদ্ধে পরোয়ানা কিংবা নিয়মিত মামলা রয়েছে, তাদের গ্রেফতার করা হচ্ছে।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে। মামলা না থাকলেও গ্রেফতার করে পেন্ডিং মামলায় আদালতে চালান করা হচ্ছে। এদের মধ্যে অনেককে রিমান্ডেও নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিরাতেই দলীয় নেতাকর্মীদের বাসাবাড়িতে গিয়ে পুলিশ তাদের খুঁজছে।
এদিকে শুধু খোঁজাখুজি নয়, ফোন করেও নেতাকর্মীদের হুমকি দেয়া হচ্ছে, পাশাপাশি এক থানার নেতাকর্মীকে অন্য থানার মামলায় আসামি করেও হয়রানির অভিযোগ ওঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
পুলিশি হয়রানি বন্ধে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথেও দেখা করেছেন। পুলিশ কমিশনার আশ্বাস দিলেও গ্রেফতার ও হয়রানি বন্ধ হয়নি।
তবে বিএনপির এ সকল অভিযোগ অস্বীকার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। কাউকে ফোনে কোনো ধরণের হুমকি দেওয়া হয়নি বলেও দাবি এসএমপির।
গণ গ্রেফতার ও দলীয় নেতাকর্মীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।