গাজীপুর সিটি নির্বাচনের বাকি আর ২ দিন
- আপডেট সময় : ০৭:৩২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ১৬২১ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি নির্বাচনের বাকি আর ২ দিন। কাল মধ্যরাতে শেষ হবে প্রচার-প্রচারণা। এ অবস্থায় ভোট নিয়ে প্রার্থীরা মেলাচ্ছেন নানা সমীকরণ। অভিযোগ আর পাল্টা অভিযোগে চালাচ্ছেন প্রচারণা। স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানালেও সরকার দলীয় প্রার্থী এটাকে আমলে নিতে রাজী নন।
নির্বাচন- অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহনমুলক করতে সেনাবাহিনী মোতায়েন ও প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি জানিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।
স্বতন্ত্র প্রার্থীর এই দাবিকে, ভিন্ন দৃষ্টিতে দেখছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান। তিনি সকালে টঙ্গির নিজ বাসায় সাংবাদিকদেরকে এ কথা বলেন। বিকেলে নগরীর হারিকেন এলাকায় গণসংযোগ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা। এসময় মায়ের পক্ষে ভোট চান সাবেক মেয়র জাহাগীর আলম। এসময় তিনি অভিযোগ করেন, নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনের সহায়তা চান তিনি।
সকালে টঙ্গির বিসিক শিল্পনগরী এলাকায় গণসংযোগ করেন হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম। তিনি জানান এজেন্ট নিয়োগে বাধা দেয়া হচ্ছে। জিরানী এলাকায় সকালে নির্বাচনী প্রচারণা চালান জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে