রাজশাহীতে বিএনপির পদযাত্রা কর্মসুচি বাতিল, দলীয় কার্যালয় পুলিশের নিয়ন্ত্রণে
- আপডেট সময় : ০৫:০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ১৬০৮ বার পড়া হয়েছে
রাজশাহীতে বিএনপির পদযাত্রা কর্মসুচি বাতিল করে দলীয় কার্যালয় নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। পুলিশের কঠোর অবস্থানের কারণে পদযাত্রা কর্মসুচি পালন করতে পারেনি দলটি। সিটি নির্বাচনের সময়ে আইন-শৃঙ্খলা অবনতির কথা বলে বিএনপির কর্মসুচি পালনে পুলিশ অনুমতি দেয়নি। তবে বিএনপির অভিযোগ, অগণতান্ত্রিকভাবে দলীয় কর্মীর মতো আচরণ করছে পুলিশ। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন।
রাজশাহীতে পুর্বঘোষিত পদযাত্রা কর্মসুচি মহানগরীর মালোপাড়া বিএনপি কার্যালয়ের সামনে ভূবনমোহন পার্ক থেকে বের হবার কথা ছিল। কিন্তু তাতে বিএনপিকে অনুমতি দেয়নি পুলিশ। সকাল থেকেই নগরীজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে পুলিশ। বিপুলসংখক পুলিশের পাশাপাশি জলকামান ও এপিসি গাড়ী দিয়ে সড়কে ব্যারিকেড দেয়া হয়। নিয়ন্ত্রণ করা হয় যানবাহন ও সাধারণ মানুষের চলাচলও। বিএনপি নাশকতা করতে পারে- এমন অভিযোগ তুলে পুলিশ জানমাল রক্ষায় দায়িত্ব পালন করছে বলে জানান আরএমপির অতিরিক্ত কমিশনার।
এদিকে সকাল থেকেই মালোপাড়ায় মহানগর বিএনপি কার্যালয়েরও নিয়ন্ত্রণ নেয় পুলিশ। মোতায়েন করা হয় পুলিশের বিশেষায়িত টিম সিআরটি। তবে বিএনপি নেতাদের অভিযোগ, দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দলীয় কর্মীর মতো কাজ করছে পুলিশ। গেলরাতে বিএনপির ২০ জনেরও বেশি নেতাকর্মীকে আটক করে গায়েবী মামলা দেয়া হচ্ছে বলেও জানান তারা।
এর আগে শুক্রবার এক সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি দেয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে। এরপর থেকেই গ্রেফতার আতঙ্কে আছেন বিএনপি নেতাকর্মীরা।