বাংলাদেশের উন্নয়ন অলৌকিক কোন ঘটনা নয় : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ১৬১৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অলৌকিক কোন ঘটনা নয়, এই অর্জণের নেপথ্যে রয়েছে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা ও নিরলস প্রচেষ্টা। কাতার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নবীন শিক্ষার্থীদের পরিবর্তনের রূপকার হিসেবে গড়ে উঠার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, স্বপ্ন পুরনের জন্য চাই আত্মবিশ্বাস, দক্ষতা ও চেষ্টা। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে স্মার্ট এবং সোনার বাংলা প্রতিষ্ঠায় সরকার আত্মবিশ্বাসী ও দৃঢ় প্রতিজ্ঞ।
তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরাম ২০২৩। ব্লুমবার্গ আয়োজিত সম্মেলনের এবারের প্রতিপাদ্য নতুন বৈশ্বিক প্রবৃদ্ধির গল্প।
কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে সফরের ২য় দিন দোহার লুসাইল সিটিতে দুদিন ব্যাপী কিউইএফ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কাতার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে যোগ দেন প্রধানমন্ত্রী। যার শিরোনাম বাংলাদেশ: একটি উন্নয়ন মডেল: শেখ হাসিনার কাছ থেকে শেখা।
প্রধান অতিথির বক্তব্যে উন্নয়নের রোল মডেল হওয়া বাংলাদেশের নেপথ্যে সরকারের চেষ্টা ও শ্রমের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। স্বপ্ন পুরনের করণীয় সম্পর্কে নবীন শিক্ষার্থীদের দিন নির্দেশনা তিনি। বঙ্গবন্ধুর আদর্শে স্মার্ট ও সোনার বাংলা গড়তে সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা।