কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী কাল
- আপডেট সময় : ০১:৪৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / ১৬১৪ বার পড়া হয়েছে
প্রেম, দ্রোহ আর সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী কাল। এ উপলক্ষে জাতীয় কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে চলছে নানা প্রস্তুতি। নজরুল একাডেমীর মাঠে নজরুল মেলার প্যান্ডেল তৈরীসহ তিনদিনের অয়োজন সফল করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।
১৯১৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল গ্রামের একটি রুটির দোকান থেকে কিশোর নজরুলকে ময়মনসিংহের ত্রিশালে নিয়ে আসেন দারোগা কাজী রফিজ উল্লাহ। তারপর তাকে ৭ম শ্রেণীতে ভর্তি করানো হয় দরিরামপুর উচ্চ বিদ্যালয়ে। নামাপাড়া গ্রামের বিচুতিয়া বেপারীর বাড়ীতে যায়গীর থেকে পরবর্তী দু’বছর পড়াশোনা করেন দুরন্ত নজরুল। এরপর আবারো চলে যান পশ্চিমবঙ্গে।
তার স্মৃতি রক্ষায় কাজিরশিমলা গ্রামে ২০০৮ সালে স্থাপন করা হয় নজরুল স্মৃতিকেন্দ্র। এখানে কবির স্বহস্তে লেখা বই, গানের রেকর্ড ছাড়াও রয়েছে বিভিন্ন আসবাবপত্র। আর কবির নামে নামাপাড়া গ্রামে স্থাপন করা হয়েছে আরেকটি স্মৃতিকেন্দ্র। নজরুল জয়ন্তীকে ঘিরে নজরুল প্রেমীদের মাঝে বইছে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা।
এদিকে, নজরুল জয়ন্তীকে ঘিরে নজরুল মেলাকে সার্বজনীন প্রাণের মেলা হিসেবে দেখছেন স্থানীয়রা।
অন্যদিকে, কবি নজরুলের জন্যই ত্রিশাল এবং ত্রিশালের মানুষ গর্বিত বলে মনে করেন স্থানীয় এই জনপ্রতিনিধি।
আয়োজনকে সফল করতে সবধরণের প্রস্তুতি নেয়া হযেছে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা
ত্রিশালের নজরুল জন্মজয়ন্তী এবং নজরুল একাডেমী মাঠের ঐতিহাসিক নজরুল মেলা দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।