বৈশ্বিক মন্দার কবলে দিনাজপুরে লিচুর বাজার
- আপডেট সময় : ১২:৫৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
বৈশ্বিক মন্দার কবলে দিনাজপুরে লিচুর বাজার। কম দামে বিক্রি হচ্ছে লিচু। মার্কেটের জন্য নির্ধারিত জায়গা না থাকায়, বিপাকে লিচু ব্যবসায়ীরা। চাষিরা জানান, উৎপাদন খরচের চেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে লিচু। কৃষি বিভাগ বলছে, লিচুর সুষ্ঠু বিপণনে কৃষকদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে।
বাগান ভরা লিচু দেখে মন ভালো হয় যে কারো। কিন্তু লিচুর দাম কম হওয়ায় মন ভালো নেই দিনাজপুরের বাগান মালিক ও ব্যবসায়ীদের। সার বিষ তেলের দাম বৃদ্ধির কারনে লিচুর উৎপাদন খরচ বেড়েছে। লিচুর আকৃতিও হয়েছে ছোট।
লিচু ব্যবসায়ীরা জানালেন, বর্তমানে বেদনা জাতের লিচু বিক্রি হচ্ছে প্রতি হাজার সাড়ে তিন হাজার টাকা থেকে সাড়ে চার হাজার টাকা, মাদ্রাজি যাতের লিচু প্রতি শ বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত যা গেল বছরে তুলনায় অনেক কম
এদিকে কৃষি সম্প্রসারণ অফিস বলছে, আগামী কয়েকদিনের মধ্যে সব ধরনের লিচু বাজারে আসবে। লিচুর সুষ্ঠ বিপণনের জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।
জেলার ১৩টি উপজেলায় সাড়ে ছয় হাজার হেক্টর জমিতে প্রায় ৫০ থেকে ৬০ মেট্রিক টন লিচু উৎপাদন হয়ে থাকে।