খুলনা ও বরিশাল সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ
- আপডেট সময় : ০৬:১৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
- / ১৭১০ বার পড়া হয়েছে
খুলনা সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পেয়েছেন মেয়র পদে ৪, সাধারণ ৩১ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩৬ এবং ১০ সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদের ৩৯ জন। প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় নেমে যান প্রার্থীরা। চার মেয়র প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদী। রিটার্নিং কর্মকর্তা মো.আলাউদ্দীন বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে চান তারা। তবে সুষ্ঠু ভোটের পূর্বশর্ত আচরণবিধি। তাই সবাইকে তা মেনে চলার আহবান জানান তিনি।
খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেককে নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল আউয়ালকে হাতপাখা, জাতীয় পার্টির প্রার্থী এসএম শফিকুল ইসলাম মধুকে লাঙল ও জাকের পার্টির প্রার্থী এসএম সাব্বির হোসেনকে গোলাপফুল প্রতীক দেয়া
হয়।
প্রতীক পেয়েই আওয়ামী লীগ মেয়র প্রার্থী প্রচারণা চালান, নিউমার্কেট কাঁচা বাজার এলাকায়। বলেন, স্থগিত হওয়া কাজ সম্পন্ন করে খুলনাকে বসবাসযোগ্য নগরী করে গড়ে তুলতে চান তিনি।
জাতীয় পার্টির প্রার্থী জনসংযোগ করেন ফেরিঘাট এলাকায়। তিনি বলেন, সরকার এবং নির্বাচন কমিশন না চাইলে সুষ্ঠু ভোট হওয়ার কোন সম্ভাবনা নেই।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বলেছেন, শহরের সব স্তরের দুর্নীতি দমন করে আধুনিক খুলনা নগরী গড়ে তুলতে চান তিনি। জাকের পার্টির প্রার্থী বলেন, নির্বাচন নিয়ে কোন ভয় ভীতি বা সংশয় নেই তাদের। আসন্ন সিটি নির্বাচনে ৩১ ওয়ার্ডের ২৮৯ ভোটকেন্দ্রের মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ ।
এদিকে..বরিশাল সিটি নির্বাচনেও মেয়র এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত নৌকা, জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস লাঙ্গল, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিম হাতপাখা এবং জাকের পার্টির প্রার্থী মিজানুর রহমান বাচ্চুকে গোলাপ ফুল প্রতীক দেয়া হয়।এছাড়া স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন টেবিল ঘড়ি, আসাদুজ্জামান আসাদ হরিন, আলী হোসেন হাতি প্রতীক পেয়েছেন। ৩০ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ১১৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৪২ জনকে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির। ১২ জুন নগরীর ১২৬ কেন্দ্রের ৮৯৪ কক্ষে ভোটগ্রহণ হবে।