লুঙ্গি পরে বাংলাদেশের একটি ফাইভ স্টার হোটেলে ঢুকতে না দেয়ায় ইউরোপে লুঙ্গি পরে ভ্রমণ

- আপডেট সময় : ০১:২২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
- / ১৭২৭ বার পড়া হয়েছে
এবার লুঙ্গি পরে ইউরোপ ঘুরলেন জাপান প্রবাসী সাংবাদিক ফখরুল ইসলাম। গেল বছর লুঙ্গি পরার কারণে বাংলাদেশের একটি ফাইভ স্টার হোটেল এবং সিনেমা হলে ঢুকতে না দেয়ার প্রতিবাদে বিশ্বব্যাপী লুঙ্গি পরে ভ্রমণের যে অভিযাত্রা শুরু করেছিলেন সাংবাদিক ফখরুল এবার তা গড়ালো ইউরোপের দেশগুলোতেও।
গত ১১ ই মে লুঙ্গি এবং গামছা পরে জাপানের রাজধানী টোকিও থেকে অভিযাত্রা শুরু করেন প্রবাসী এই সাংবাদিক। এরপর পরপর ভ্রমণ করেন ভিয়েতনাম, ইংল্যান্ড, সুইজারল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ। ইতালির ভেনিস বাংলা স্কুল পরিদর্শনে গিয়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে দেশের ঐতিহ্যের কথা তুলে ধরেন। ১০ দিনের এই সফরে ফ্রান্সের আইফেল টাওয়ার, গণতন্ত্র স্কয়ার, ইতালির ভেনিস সুইজারল্যান্ডের জুরিখের সুইস ব্যাংক , ফিফার প্সরধান কার্যালয় সহ নানা দর্শনীয় স্থান ও স্থাপনা লুঙ্গি পরে গামছা গলায় ভ্রমণ করেন ফখরুল। অভিজ্ঞতায় তিনি জানান, এ কয় দিনে বাঙালী ঐতিহ্য এই পোশাক দেখে বিদেশিরা অবাক ও খুশি হয়েছেন।