উদ্বোধনের দু’বছরেও চালু হয়নি চিলাহাটি ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
- আপডেট সময় : ০২:৫৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
উদ্বোধনের ও দু’বছর পেরিয়ে গেলেও চালু হয়নি নীলফামারীর চিলাহাটি ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র। আধুনিক অবকাঠামো নির্মাণ, যন্ত্রপাতি স্থাপনের পর কার্যক্রম শুরু না হওয়ায় হতাশ এলাকাবাসী। তবে লোকবল সংকটের দোহাই দিয়ে পরিবার পরিকল্পনা বিভাগ বলছে, দ্রুত এ সংকট কাটিয়ে দেয়া হবে স্বাস্থ্যসেবা।
জোড়াবাড়ী ও ভোগডা বুড়ি-নীলফামারীর এই দু’ইউনিয়নে লক্ষাধিক মানুষের বসবাস। এখানে রয়েছে চিলাহাটি স্থলবন্দরসহ নানা গুরুত্বপূর্ণ সরকারী বেসরকারী প্রতিষ্ঠান। চিকিৎসার জন্য সরকারী স্বাস্থ্য উপকেন্দ্র ছাড়া আর কোন উপায় ছিল না এলাকারাসীর।
এঅবস্থায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ১০ শয্যার মা ও শিশুকল্যাণ কেন্দ্র উদ্বোধন করা হয় ২০২১ সালে। আধুনিক অবকাঠামো নির্শাণের পাশাপাশি উন্নত বেড, অপারেশন থিয়েটার ও ডি,ই,ইউ স্থাপন করা হয়।তবে কেন্দ্রটির কার্যক্রম শুরু না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।
লোকবল সংকটকে হাসপাতাল চালু রাখা সম্ভব হয়নি। তবে দ্রুত এ সমস্যার সমাধানের কথা জানান পরিবার পরিকল্পনা বিভাগের এ কর্মকর্তা।
জেলার পরিবার পরিকল্পনা বিভাগে চিকিৎসকের ১৯ পদের মধ্যে ১৮টি পদই খালি।দ্রুত এই সংকট নিরসন করে চিকিৎসা সেবা চালুর দাবী এলাকাবাসীর।