নিয়ন্ত্রণ করা না গেলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হবে : স্বাস্থ্য অধিদপ্তর
- আপডেট সময় : ০১:০৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ডেঙ্গু নিয়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির। ডেঙ্গুর প্রকোপ নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে চলতি বছরে ১ হাজার ৬৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। তবে, নিরাপত্তা জনিত কারণে সেখানে ডেঙ্গু ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা কঠিন।
বর্ষা মৌসুম শুরুর আগেই হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর ভিড়। গত বছর ২৩ মে পর্যন্ত ২৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেও চলতি বছর একই সময়ে তা দেড় হাজার ছাড়িয়ে গেছে।
একই সময়ে গত বছর ডেঙ্গুতে কারও মৃত্যু না হলেও চলতি বছর মারা গেছেন ১৩ জন। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
মহাখালিতে স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক আহমেদুল কবির জানান, বেসরকারি হাসপাতালে জাতীয় গাইড লাইন অনুযায়ী ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হবে।
সট:আহমেদুল কবির,অতিরিক্ত মহাপরিচালক,স্বাস্থ্য অধিদপ্তর
২১টি হাসপাতালে সরকারী ভাবে প্লাটিলেট পযাপ্ত রয়েছে বলে জানান আহমেদুল কবির। এছাড়া, পরিসংখ্যানের দিক থেকে ঢাকার দক্ষিণে রোগীর সংখ্যা বেশি।
দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৬২৪ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকার হাসপাতালে ১ হাজার ৫৩ এবং ঢাকার বাইরের রয়েছেন ৫৭৮ জন। এরমধ্যে চলতি মাসের ২৮ দিনে ৯০১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়, যা গত পাঁচ বছরের মে মাস পর্যন্ত সর্বোচ্চ।