জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকাও উল্লেখযোগ্য : পররাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / ১৮৯৭ বার পড়া হয়েছে
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকাও উল্লেখযোগ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের নিরাপত্তা ব্যবস্থা ও শান্তিরক্ষা সংক্রান্ত মিশনে ভূমিকা রাখতে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ অতীতের মতো ভবিষ্যতেও সহায়তা অব্যহত রাখবে। সংস্থাটিতে নিরাপত্তা বাহিনী নিয়োগের দিক থেকে বাংলাদেশ এখন শীর্ষ অংশীদার। তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস- উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ব্লু-হেলমেট’র অধীনে বিশ্বের বিভিন্ন বিরোধপূর্ণ দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশ কাজ করে যাচ্ছে।