মুসলিম উম্মাহর হারানো গৌরব ফিরে পেতে শিক্ষা-গবেষণায় বেশী বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০১:১৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
- / ১৬৩১ বার পড়া হয়েছে
মুসলিম উম্মাহর হারানো গৌরব ফিরে পেতে শিক্ষা ও গবেষণায় আরো বেশী বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরে আইইউটি’র ৩৫তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে নিজেদের মেধা ও প্রজ্ঞাকে দেশ ও জাতির বিকাশে কাজে লাগাতে শিক্ষার্থীদের আহ্বান জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য।
ঢাকা থেকে ৩০ কি.মি. উত্তরে, গাজিপুরের বোর্ড বাজারে অবস্থিত অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স ওআইসির মালিকাধীন দেশের একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আইইউটি।
আইইউটির ৩৫ তম সমাবর্তনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বিশেষ অতিথি ওআইসি মহাসচিব ব্রাহিম তাহা।
অনুষ্ঠানে পিএচডি ডিগ্রীধারী এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী এবং ওআইসি মহাসচিব।
বক্তব্যের শুরুতেই গ্রাজুয়েট সনদ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আইইউটির উন্নয়ণ ও অগ্রযাত্রা অব্যাহত সহযোগীতা দেবে সরকার।
বিজ্ঞান ও গবেষণায় গৌরবের শীর্ষে থেকেও কেন মুসলিমরা পিছিয়ে আছে সেটা ভাবার তাগিদ দেন শেখ হাসিনা।
মুসলিম বিশ্বের সম্পদ শিক্ষা ও গবেষণায় বিনিয়োগের আহ্বান জানান তিনি।
প্রযুক্তি ভিত্তিক সমাজ গঠনে সরকারে লক্ষ্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
মেধা ও প্রজ্ঞা দিয়ে মুসলিম উম্মাহর গৌরব প্রতিষ্ঠায় নবীন শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা।