মাদারীপুরের রাজৈরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের কুম্ভমেলা
- আপডেট সময় : ০১:৩৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
- / ১৭৩১ বার পড়া হয়েছে
মাদারীপুরের রাজৈরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের দেড়শ’ বছর পুরনো কুম্ভমেলা। পূণ্য লাভের আশায় গণেশ পাগলের এই মেলায় ছুটে আসছেন দেশ-বিদেশের হাজারো ভক্ত। চার দিনের মেলা উপলক্ষে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বসেছে সারি সারি দোকান। দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তায় কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনীর দেড়শোর বেশি সদস্য।
ঢাক-ঢোল আর কাঁসর ঘন্টা বাজিয়ে দলে দলে গনেশ পাগলের সেবাশ্রমে আসছেন ভক্তরা। শিশু-কিশোর থেকে বৃদ্ধ সনাতন ধর্মের বিভীন্ন শ্রণির মানুষের পদচারনায় মুখর আশ্রম প্রাঙ্গন। মাদারীপুরের রাজৈরের কদমবাড়িতে পূণ্য লাভের আশায় ছুটে আসা ভক্তদের সমাগমকে কন্দ্র করে বসেছে চারদিনের কুম্ভুমেলা। গনেশ পাগলের এই মেলায় দেশের পাশাপাশি ভারত, নেপাল ও ভূটানের সাধুরাও অংশ নেন।
মেলাকে ঘিরে মাঠজুড়ে বসেছে হরেক রকমের দোকান। এসব দোকানে সূলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পাওয়ায় বেড়েছে কেনাবেচা।
আয়োজকরা জানান, এক কিলোমিটার মাঠজুড়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। কাজ করছে হাজারের বেশি স্বেচ্ছাসেবক।
সেবাশ্রমের প্রধান সেবায়েতের দাবি, গনেশ পাগলের মেলায় মানত করলে মনের বাসনা পূর্ণ হয়, এই বিশ্বাসে দিন দিন বেড়েই চলছে লোক সমাগম ।
এদিকে মেলা শান্তিপূর্ণ করতে তিনস্তরের নিরাপত্তার কথা জানিয়েছে পুলিশ।
সট: মো. আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, রাজৈর থানা, মাদারীপুর।
২৮ মে শুরু হওয়া এই মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। প্রায় দেড়শো’ বছর আগে ১৩ জন সাধু, ১৩ কেজি চাল ও ১৩ টাকা নিয়ে ১৩ই জ্যৈষ্ঠ শুরু করেন কুম্ভুমেলা। এরপর থেকে দেশ ও দেশের বাইরের লাখো ভক্তের সমাগম ঘটে আসছে গনেশ পাগলের এই মেলায়।